মাদকাসক্তদের চিকিৎসা দেয় ব্রেন এন্ড লাইফ হসপিটাল
মাদক। এই শব্দটি বর্তমান প্রেহ্মপটে একটি ভয়াবহ ব্যাধি। মাদকদ্রব্য ধ্বংস করছে জীবনীশক্তি, প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে জনম দিচ্ছে সন্ত্রাস। মাদকবিরোধী আন্দোলন, মাদকশকতি ও মানসিক চিকিৎসায় নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মোঃ ফকরুল হোসেন। মাদকশকতি ও মানসিক রোগীদের আধুনিক যুগোপযোগী চিকিৎসার জন্য প্রতিষ্ঠা করেছেন ব্রেন এন্ড লাইফ হসপিটাল । মাদকশক্ত ও মানসিক রোগীদের জন্য কাউনসিলিং, সাইকোথেরাপি, রিলাকজেশন ট্রেনিং, কম্পিউটার প্রশিক্ষণ,…