রাশিদুল হাসান অপি: বিষয়- অভিজিৎ রায় হত্যাকাণ্ড
যার কলম আছে, সে মরার পরও বেঁচে থাকে। কলম হারিয়ে গেলে আর বেঁচে থাকা যায় না। ব্লগার অভিজিৎ রায় তার কলমের মাঝেই বেঁচে থাকবেন। তার হাত ধরে প্রগতির যে কলম চলছে তা অবিনশ্বর। রাশিদুল হাসান অপি Share on FacebookPost on X