বই মেলা জমে উঠেছে বেশ
গত শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০১৫ বইমেলায় যথেষ্ট ভিড় দেখা গেছে। বাঙলা একাডেমি থেকে সোহরাওয়ার্দী উদ্যান সর্বত্র ছিল মানুষের আনাগোনা। অনেকের হাতে দেখা গেছে বইয়ের প্যাকেট। বইমেলায় এবারই প্রথম স্টল নিয়ে এসেছেন দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক রতন চন্দ্র পাল। দিকদর্শন একাডেমিক বই প্রকাশ করে থাকে। তাঁর সৃজণশীল প্রকাশনীটির নাম গ্রন্থ কুটির। স্টলটির সজ্জায় তিনি নতুনত্ব নিয়ে…