যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তাবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

follow-upnews
0 0

প্রচলিত নিয়মে অংকটি ধরে করা হয়। তবে না ধরে অংকটি আরো সহজে করা যায়।
যেমন, ১০ একক বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০*১০ = ১০০ বর্গএকক।
বাহুর র্দৈঘ্য ১০% বৃদ্ধি পেলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে ১১ একক।
[১০% বৃদ্ধি অর্থ ১০০ তে ১০ বৃদ্ধি পাওয়া, অতএব ১০ এ বাড়বে ১। অতএব নতুন দৈর্ঘ্য হবে ১১]
অতএব, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে = ১১*১১ = ১২১ বর্গ একক।
অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ২১%।

Next Post

নাঈমুল ইসলাম খানের লেখাটির তীব্র প্রতিবাদ করছি

নাঈমুল ইসলাম খান সম্পর্কে অনেক কথা শোনা যায়। অনেকে বলেন, ওনার পিতা রাজাকার ছিলেন। অনেকে বলেন, উনি রাজাকার পুত্র হিসেবে সবচে বেশি সুবিধা পেয়েছেন। বিএনপি-জামাতের প্রত্যক্ষ পৃষ্ঠপোশকতায় উনি জেগে উঠেছেন। অনেকে বলেন, উনি এখন ভোল পাল্টে আওয়ামীলীগের পক্ষে কথা বলে, তবে সবসময় একটা বাঁক থাকে তাতে, এবং ঐ বাঁকটাই হচ্ছে […]
সাংবাদিক

এগুলো পড়তে পারেন