
ভালোবাসা ।। দিব্যেন্দু দ্বীপ
একটা তোর জন্য সত্যি আমি সর্বহারা একটা তোর জন্য ক্লান্ত আমি দিশেহারা। ভালবাসা মানে যে তোকে আমি পাই গোপনে, ওরা থাকে আটপৌরে জীবনে, নিত্যদিনে। যাবি আজকে দিন দুপুরে, শহরটাকে আড়াল করে, একটু দূরে, হাত ধরে? জানবে না কেউ মানুষেরা। ঈশ্বরে কি ভয়? সেও তো এমনই হয়। দিব্যেন্দু দ্বীপ Share on FacebookPost on X