ষদন্ধকার প্রমোদ // শাহিদা সুলতানা
বেদনাকে ভালোবেসে বলেছিলাম একদিন আরো কিছুক্ষণ না হয় রইতে কাছে— সেই থেকে বেদনারা রয়ে গেছে আমার উঠোন জুড়ে ডালিম গাছের পাতায় কথা বলা কাকাতুয়া হয়ে— ছাদের কার্নিশ জানালার ঘুলঘুলি বেদনার নীলে সারাদিন নীল হয়ে থাকে— আমার আকাশ ভালোবেসে যেতে যেতে রয়ে গেছে আকাশের ছায়া হয়ে! শাহিদা সুলতানা Share on FacebookPost on X