অপ্রিয় সত্য কথা: ফেসবুকে যা লেখা যায় না
আমি ♣ মানুষের বুকে যারা অদৃশ্য লাথি মারছে রোজ, তাদের ফিসফিসিয়ে একবার বাঞ্চোতও বলতে পারি না! কতটা অভাগা আমি। ♣ বেঁচে থাকার জন্য আমিও আজকাল কিছুটা বদলে গেছি। ♣ ধনী হতে জানি, মানতে শিখিনি এখনো। ♣ আমার কল্পিত প্রেয়শীর উর্বশী দেহের কারুকাজ আমার চেয়ে সহস্রগুণ ভালো জানে সময়ের সর্বশ্রেষ্ঠ দুবৃত্তরা। আমি শুধু বসে বসে কবিতা…