বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত সুন্দরবন অভিমুখী জনযাত্রা আজ ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় যশোর পৌঁছে মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই মিছিল-সমাবেশের অনুমতি দেয়নি। সরকারের এই আচরণ চূড়ান্ত অগণতান্ত্রিক এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার শামিল। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি গণতান্ত্রিক আন্দোলনে এমন দমননীতি গ্রহণযোগ্য হতে পারে না। মিছিল-সমাবেশ করা দেশের সাধারণ মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার এই অধিকার লঙ্ঘন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসাথে সরকারের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানাই।”
ক্ষুধা-দিব্যেন্দু দ্বীপ
Sat Mar 12 , 2016
মৃতদেহ সৎকার চলছে। কিছু দূরে দাঁড়িয়ে এক ‘পাগল’ আপন মনে কিছু বলে চলেছে। সৎকার শেষে কাঠুরেদের জন্য মুড়ি বাতাসার ব্যবস্থা করা হয়েছে। পাগল দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুড়ি-বাতাসার দিকে। কাঠুরেরা যে যার খাচ্ছে। পাগল দৌঁড়ে এসে এক মুট বাতাসা তুলে নিয়ে ছড়িয়ে দেয় ভেজা শশ্মানের উপর। গড় হয়ে […]
