Headlines

দিকদর্শন প্রকাশনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আর.সি. পাল মহোদয়ের তত্ত্বাবধানে দিকদর্শন বি.সি.এস. প্রিলিমিনারি প্রিফেস বইটির দ্বিতীয় সংস্করণের কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান কয়েকজন শিক্ষার্থী

শতভাগ ভূলমুক্ত বই করার প্রতিশ্রুতি দিয়ে দিকদর্শন বি.সি.এস. প্রিলিমিনারি প্রিফেস বইটির দ্বিতীয় সংস্করণের কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী। নতুন মানবণ্টন অনুযায়ী বইটি সাজাতে সাহায্য করছেন বাংলাদেশ সিভিল সার্ভিসে কর্মরত কয়েকজন। বইটিতে প্রত্যেকটি বিষয়ই যাতে সিলেবাস অনুযায়ী হয় সে বিষয়টি নিজে থেকে নিশ্চিত করছেন দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি. পাল। তিনি আশা প্রকাশ করেছেন, দ্বিতীয় সংস্করণের কাজ শেষ হলে সম্ভাব্য ভুলমুক্ত হবে বইটি। বইটি পরীক্ষার্থীদের শতভাগ প্রত্যাশা পূরণ করবে বলে আর.সি. পাল মহোদয় আশাবাদ ব্যক্ত করেছেন।  IMG_6758

IMG_6761 IMG_6792 IMG_6803 IMG_6796 IMG_6809