শিক্ষামূলক থিমের উপর বিশেষ ধরণের খাতা বাজারে ছেড়েছে Q&C প্রডাক্টস। কম্পানির বিপনণ বিভাগের প্রধান মিঠুন জানান খাতাগুলো শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্য বাজারে ছাড়া হয়নি, কাভার পৃষ্ঠার সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেয়া আমাদের অন্যতম লক্ষ্য।
শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন দিকদর্শন প্রকাশনী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আর. সি. পাল
Thu Oct 30 , 2014
