কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-2016 এর ভোট গ্রহণ চলছে

Rayhan Rano
0 0

sec-3

sce-1
কুড়িগ্রাম সদর প্রতিনিধি: আজ 21 মার্চ 2016 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা থেকে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-2016 এর ভোট গ্রহণ চলছে। এতে প্রতিদন্দিতা করছেন ষষ্ঠ শ্রেণির সুমাইয়া তাবাচ্ছুম, উম্মে হাদিয়া, তিথি রানী নিপা, মাহমুদা আক্তার ও আতিয়া তামান্না; সপ্তম শ্রেণির বিথি রানী, নুরজাহান পারভিন ও প্রিয়াঙ্কা রানী; অষ্টম শ্রেণির রুমিনা খাতুন, মৌসুমি খাতুন, সোনিয়া খাতুন ও সুইটি রানী; নবম শ্রেণির আতিকা তামান্না, গীতি রানী, শামীমা আক্তার, সঞ্চিতা রানী ও ইয়াসমিন আক্তার; দশম শ্রেণির সাবিত্রী রানী ও হাবিবা খাতুন। এ নির্বাচনে ষষ্ঠ হতে দশম শ্রেণি পর্যন্ত 7 টি পদের বিপরীতে মোট 19 জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার দশম শ্রেণির ছাত্রী আলমিনা খাতুনের সাথে কথা বলে জানা গেল এখন পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে।

Next Post

অমিতাভ বচ্চন জাতীয় সংগীত গাওয়ার জন্য কোন পারিশ্রমিক নেননি

শনিবার টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ শুরুর আগে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের আবেগঘন কণ্ঠে ভারতের জাতীয় সংগীত যেসব ভারতীয় শুনেছেন, তাঁদের সবাই নিশ্চয়ই আবেগাপ্লুত হয়েছেন। অনেকেই বলছেন, এমন একটা ‘হাই ভোল্টেজ’ ম্যাচের শুরুতে এমন একজন তারকার কণ্ঠে গাওয়া জাতীয় সংগীত পরিস্থিতির সঙ্গেও যেন সামঞ্জস্যপূর্ণ ছিল। যা ছুঁয়ে গিয়েছিল ভারতীয়দের হৃদয়। […]