রায়গঞ্জে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন অধ্যক্ষ আশরাফ

03-04-2016----Asraf

হাফিজুর রহমান হৃদয়: ২৩ এপ্রিল ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম ব্যাপারী আশরাফ। ইউনিয়নবাসীর পাশে থেকে তিনি জনগণের সেবা করে ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপারীটারী এলাকার নিজ বাড়িতে সর্বস্তরের জন সাধারণের সমন্বয়ে নির্বাচনী মত বিনিময় সভায় তিনি তার প্রার্থীতা ঘোষণাদানকালে এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, রায়গঞ্জ ইউনিয়নের অবহেলিত-অসহায় পরিবারের দারিদ্র্য বিমোচনের অঙ্গীকার করে এলাকায় সমাজসেবা মূলক কাজে আতœনিয়োগ করতে চাই। আমার দীর্ঘ বিশ্বাস রায়গঞ্জ ইউপির সকল জনগণ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমাকে নির্বাচিত করবেন। আমার প্রত্যাশা সকল হত দরিদ্র মানুষের সেবা প্রদান ও রায়গঞ্জকে মডেল ইউনিয়ন হিসেবে উপহার দেয়া। আলহাজ্ব আফছার আলীর সভাপতিত্বে ও রায়গঞ্জ ইউপি সদস্য আমিনুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জনতা ব্যাংকের অবঃ শাখা ব্যবস্থাপক নবীউল্যাহ মাস্টার, ইউনিয়ন শাখা যুব সংহতির সদস্য সচিব মিজানুর রহমান মিজান,  সাবেক ইউপি সদস্য মোফাচ্ছের আলী, সদস্য পদ প্রার্থী খয়বার আলী, শাহজাহান আলী, সমাজ সেবক বেলাল হোসেন, খলিলুর রহমান প্রমুখ।