কণ্ঠ তোমার ! -ফতেমোল্লা

follow-upnews
0 0

কণ্ঠ তোমার সুকণ্ঠী এক ময়ুরকণ্ঠী রাতের নীল,
অঝোর ঝরা বাদল রাতে রবীন্দ্র কাব্যের মিছিল।
কণ্ঠ তোমার ঝড়ের পরে আম কুড়োনোর হট্টগোল
গভীর রাতে দূর নদীতে জোয়ার আসার অট্টরোল !

কণ্ঠ তোমার মির্জা গালিব, তাজমহলের আগ্রাতে,
হাফিজ-রুমী আর খৈয়াম তাজমহলের মাঝরাতে।
কণ্ঠ তোমার জীবনানন্দ, উড়ুক্কু সেই এতিম চিল,
শ্রাবণ রাতে মেঘ মল্লার, সা-রে-মা-পা-নি’র মিছিল !!
কণ্ঠ তোমার ক্লিষ্টদেহে পবিত্রতার গঙ্গাস্নান,
ক্ষিপ্ত স্নায়ুর অস্থিরতায় আবেশ বিভোল ঘুমের টান।

কণ্ঠ তোমার ছুট গতিতে একটু যতি’র স্নিগ্ধ মুখ,
লক্ষ্মীছাড়ার লাগাম টেনে লক্ষ্মীছেলে হবার সুখ !

কণ্ঠে তোমার অসহ্য সুখ ! ও নন্দিত সংগীতে,
খুন হলো এক মুখর কবি, আনন্দিত ভঙ্গীতে !!

হাসান মাহমুদ

 

Next Post

‍"মুক্তির সংগ্রাম" কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা

মৃত্যু হয়, মাটি হয়ে যায় মানুষ, আবার তাতে জন্মে ঘাস গাছ পাখি মানুষ। সম্রাজ্য জন্মেছিল একদিন অবেলায়, আমরা তাকে শুধু ক্ষুদ্র শিশু ভেবে ভুল করেছিলাম, দিইনি প্রাপ্য যা ছিল তার। বেড়েছ সে অবহেলায়, ঘৃণায়; নিদারুণ হয়ে একদিন হারায় সে জীবন। মানুষ মরে না তাতে শুধু, স্বর্গ মরে। মানুষ মরে না […]