রাইহান রনোঃ ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্ত:নগর ট্রেন চালুর দাবীতে শনিবার কুড়িগ্রামে ট্রেন অবরোধ কর্মসুচি পালিত হয়। রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম-এর উদ্যোগে জেলার ৮টি রেল স্টেশনে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী পুরুষ স্বত:স্ফূর্ত ভাবে অংশ গ্রহন করে। সকাল সাড়ে ৯ঃ৩০ ঘটিকা থেকে ১০ঃ৩০ ঘটিকা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ হাসান নলেজ বলেন, চিলমারী, কুড়িগ্রাম, রমনা, বালাবাড়ি, উলিপুর, পাচঁপীর, রাজারহাট, সিঙ্গেরডাবরী রেল স্টেশনে এক যোগে রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। ঢাকা-কুড়িগ্রাম-চিলমারী রুটে আন্তঃনগর ট্রেন ভাওয়াইয়া এক্সপ্রেস চালুর দাবিতে এর আগে রেল মন্ত্রীকে ২ লাখ মানুষের স্বাক্ষর জমা দেয়া হয়। এছাড়া ঢাকা এবং কুড়িগ্রামে মানববন্ধন, পথসভা, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রেল অবরোধ কর্মসূচি পালিত হয়। আগামী এক মাসের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার আল্টিমেটাম দেন তিনি।
কুড়িগ্রাম রেল স্টেশনে ট্রেন থামিয়ে অবরোধ কর্সূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলা সভাপতি তাজুল ইসলাম, প্রভাষক আব্দুল কাদের, শামসুজ্জামান সুজা, জামিউল ইসলাম বিদ্যুৎ, জিল্লুর রহমান জনি, দীপ্তি ফারুক, মনতাজ আলী প্রমূখ।
কুড়িগ্রাম স্টেশন মাস্টার মাঈদুল ইসলাম জানান, রেলপথ অবরোধের কারণে চিলমারী থেকে তিস্তাগামী ৪১৫ আপ ট্রেনটি কুড়িগ্রাম রেল ষ্টেশনে আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।