মিশরে বন্ধ হয়ে যাচ্ছে ২৭,০০০ মসজিদ

follow-upnews
0 0

1

মিশরে ২৭,০০০ মসজিদ বন্ধ করে দিচ্ছে সরকার।
‘উগ্রপন্থা’ প্রচারের অভিযোগে এসব মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে।
মসজিদ বন্ধের ওই সরকারি (বৃত্তিদান মন্ত্রণালয়) সিদ্ধান্তকে বৈধ বলে এক রায় দিয়েছে মিশরীয় একটি আদালত।
১৮ ফেব্রুয়ারি দেয়া আদালতের এই রায়ের ফলে মিশরের প্রত্যন্ত এলাকায় স্থাপিত ছোট আকারের মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
মিশরের গ্রামাঞ্চলে স্বল্প দূরত্বে অনেক ছোটখাট অনেক মসজিদ রয়েছে যেগুলো সরকাররের এই সিদ্ধান্তে বন্ধ হয়ে যাবে।
সরকার নতুন যে আদেশ জারি করেছে তাতে বলা হয়েছে, ৮০ বর্গমিটারের কম দূরত্বে কোনো মসজিদ থাকলে তা বন্ধ করে দেয়া হবে। যেসব মসজিদ জুমার নামাজের মসজিদের শর্ত পূরণ করতে পারবে না সেগুলোও বন্ধ করে দেয়া হবে।
‘জঙ্গিবাদ ও উগ্রপন্থা’ থেকে তরুণদের বাঁচাতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে দাবি সরকারের।

Next Post

কখন বুঝবেন, আপনি ব্যর্থ?

এন্টারপ্রেনারশিপে মনে হয় চূড়ান্ত ব্যর্থতা বোঝার কোনো সুযোগ নেই। অগ্রসরতাই এক্ষেত্রে একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিৎ। বিবেচনা করতে হবে উদ্যোগটি এগোচ্ছে না, পিচচ্ছে। এগোতে থাকলে ধরে নিতে হবে তা সফলতার দিকেই যাচ্ছে। গতি বাড়ানোর চেষ্টা করা যেতে পারে, পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধান করতে হবে। তবে গতি বাড়ানোর চেয়ে প্রব্লেম সলভ্ […]