Headlines

‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সভা যশোরে করতে না দেবার সিদ্ধান্ত অগণতান্ত্রিক, প্রশাসনিক স্বেচ্ছাচারিতার শামিল’ -কমরেড মুবিনুল হায়দার চৌধুরী

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে বলেন, “সুন্দরবনবিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ১০ থেকে ১৩ মার্চ পর্যন্ত সুন্দরবন অভিমুখী জনযাত্রা আজ ১২ মার্চ শুক্রবার সন্ধ্যায় যশোর পৌঁছে মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন সেই মিছিল-সমাবেশের অনুমতি দেয়নি। সরকারের এই আচরণ চূড়ান্ত অগণতান্ত্রিক এবং প্রশাসনিক স্বেচ্ছাচারিতার শামিল। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি গণতান্ত্রিক আন্দোলনে এমন দমননীতি গ্রহণযোগ্য হতে পারে না। মিছিল-সমাবেশ করা দেশের সাধারণ মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সরকার এই অধিকার লঙ্ঘন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসাথে সরকারের এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে দেশের জনগণের প্রতি আহ্বান জানাই।”