কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপখাওয়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩৬৭ ভোটের মধ্যে ৩২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৬ষ্ঠ থেক ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১৯জন প্রার্থী স্টুডেন্ট কেবিনেট পদে প্রতিদ্বন্দ্বীতা করলে এদের মধ্যে ১৭২ ভোটে ১০ম শ্রেণির ফজলুল করিম, ১৪৪ ভোটে ৮ম শ্রেণির আলতাফ হোসেন, ১৩৫ ভোটে ৯ম শ্রেণির আশরাফ আলী ১২৯ ভোটে ৬ষ্ঠ শ্রেণির আমির হামজা, ১২৫ ভোটে ৭ম শ্রেণির হান্নানুর রহমান, ১৩১ ভোটে ১০ শ্রেণির রহিমা খাতুন ও ১১৮ ভোট পেয়ে ৮ম শ্রেণির নুশরাত জাহান স্টুডেন্ট কেবিনেট পদে নির্বাচিত হয়। বিদ্যালয়ের কেবিনেট নির্বাচন কমিশনার বলেন, আরম্বর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক বিষয়ে অনেক কিছু শিক্ষনীয় বিষয় সম্পর্কে জানতে পারছি। প্রধান শিক্ষক আব্দুল গণি সরকার বলেন, আমরা শিক্ষকগণ একটি সুন্দর পরিবেশেল মাধ্যমে কেবিনেট নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছিলাম। তা সফলভাবেই সম্পন্ন করতে পেরেছি।