Headlines

ভূরুঙ্গামারীতে ভাই ভাই ভোট যুদ্ধ

হাফিজুর রহমান হৃদয়: আপন দুই ভাই, তবে রাজনৈতিক মত আলাদা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এবার একই ইউনিয়নে পৃথক দলের প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন দুই ভাই। এদিকে একই ইউপি শাখা আ.লীগের সাবেক সভাপতি পেয়েছেন লাঙ্গলের মনোনয়ন। এসব নিয়ে আলোচনার ঝড় বইছে পুরো ইউনিয়ন জুড়ে।
পাইকেরছড়া ইউনিয়নেরনয় ওয়ার্ডে ভোটার ১৮হাজার ৮৩জন। পুরুষ ৮হাজার ৮২৬ ও মহিলা ৯হাজার ২১৭। ছোট ভাই লুৎফর রহমান নৌকা মার্কার প্রার্থী। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে আপন বড় ভাই আব্দুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে ভোট করছেন। প্রতীক পাওয়ার আগে থেকেই মাঠে নেমেছেন দুই ভাই। ভোটারদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করছেন। কেউ কারো বিরুদ্ধে নেতিবাচক কথা বলছেন না।
বড় ভাই আওয়ামী লীগের প্রার্থী লুৎফর রহমান বলেন, এটা ভাল লাগার বিষয়। দলীয় নির্বাচন। এক পরিবারের দুই ভাইকে মনোনয়ন দেয়া হয়েছে। জনগণ বেছে নেবে কাকে সমর্থন দেবে।
ছোট ভাই আব্দুর রহিম বলেন, আলাদা দলের রাজনীতি করি। আমরা মনোনয়ন পেয়েছি। যাকে ভাল লাগে জনগণ তাকে ভোট দেবে। এখানে ভাগ্যেরও প্রয়োজন আছে।
এদিকে এ ইউনিয়নে জাতীয়পার্টির (এরশাদ) মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। নির্বাচনি উত্তাপের মাঝে এ ইউনিয়নের আপন ভাইয়ের ভোট যুদ্ধ এবং নৌকার লোককে লাঙ্গলের মনোনয়ন দেয়ার বিষয়টি রয়েছে আলোচনার তুঙ্গে।
এ ইউনিয়নে আরো দুই স্বতন্ত্র প্রার্থী এমএ জব্বার ও শহিদুল ইসলামসহ মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভুরুঙ্গামারী উপজেলার সাত ইউনিয়নে দ্বিতীয় ধাপে আগামী ৩১ মাচ ভোট অনুষ্ঠিত হবে।