জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে

ARABIA_SAUDITA_(F)_0115_-_Pena_di_morte

beheading-in-saudi-arabia1_thumb

man-kidnaping-beheading-jabhat-al-nusra-family-show-photo-syria
সৌদি আরবে শরিয়া আইনের ভিত্তিতে সাজা দেওয়া হয়। শরীয়া আইনে যে সকল ক্ষেত্রে সাজা হিসেবে মৃত্যুদণ্ডের কথা বলা অাছে তার কিছু এখানে তুলে ধরা হল :
১। হত্যা;
২। নিজ ধর্ম ত্যাগ করা;
৩। ধর্ম অবমাননা করা;
৪। মূর্তি পূজো করা;
৫। সমকামিতা;
৬। বিদ্রোহ (রাষ্ট্রদ্রোহিতা);
৭। যাদুবিদ্যা প্রদর্শন;
৮। বিবাহ বহির্ভুত যৌন সম্পর্ক;
৯। মাদক গ্রহণ এবং মাদক পাচার।

মৃত্যুদণ্ড কার্যকর করার বিভিন্ন উপায় রয়েছে, এবং সেটি করা হয় অপরাধ বিবেচনায়। যেমন, নিজ ধর্ম ত্যাগ এবং ধর্ম অবমাননার শাস্তি দেওয়া হয়- জনসমক্ষে শিরচ্ছেদ করে, বিবাহ বহির্ভুত যৌন সম্পর্কের সাজা দেওয়া হয়- পাথর নিক্ষেপ করে হত্যা করে। মৃত্যুদণ্ড কারাগারের মধ্যে বা কোন জনাকীর্ণ স্থানে কার্যকর হতে পারে। কোথায় কার্যকর হবে সেটি নির্ভর করে আদালতের রায়ের উপর।

কিসাস : কিসাস হচ্ছে, শরিয়াভিত্তিক একটি আইন, যেখানে প্রতিশোধের কথা বলা হয়েছে। ‘চোখের বদলে চোখ’ নীতিতে এ আইনটি পরিচালিত হয়। আক্রান্ত ব্যক্তি বা তার আত্মীয় স্বজনেরা এক্ষেত্রে শাস্তির বিষয়টি নির্ধারণ করতে পারে আদালতের পরামর্শক্রমে।