- ট্রাম্পের প্রতি ঘৃণা মানুষের কতটা বেড়েছে তার প্রমাণ এই মূর্তিটি। অাবার এটি বাক স্বাধীনতার প্রমাণও।
- গ্যাবেল এটি বসিয়েছেন ট্রাম্পের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে।
- একটি নয়, গ্যাবেল এরকম কয়েকটি মূর্তি ব্রুকলিনের রাস্তায় বসিয়েছেন।
- মূর্তিটি ট্রাম্পের ১৯৮০-৯০ দশকের চেহারার আদলে করা।
গ্যাবেল বলেছেন, “আমি তার এই বয়সটাকে বেছে নিয়েছি, কারণ, ট্রাম্প এরকমই থাকতে চান এবং তার ঝোঁকটা সবারই জানা আছে।” উল্লেখ্য, নারী লোলুপ একই সাথে নারী বিদ্বেষী হিসেবে ট্রাম্পের পরিচিতি আছে। গ্যাবেল আরও বলেন, “কুকুর ফুল গাছের উপর আর মুতবে না, একটা পছন্দের জায়গা খুঁজে পাবে।”
গ্যাবেল বলেন, “মূর্তিটি বসানোর পর থেকে তিনি জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।”
সংবাদ সূত্র: ডেইলি মেইল