নিউইয়র্কের ব্রুকলিনে ট্রাম্পের এ কী মূর্তি!

follow-upnews
0 0
Donald Trump
বিজ্ঞাপন নির্মাতা ফিল গ্যাবেল ট্রাম্পের এ মূর্তিটি বসিয়েছেন। দেখা যাচ্ছে-মূর্তির গায়ে লেখা রয়েছে, “আমার উপর প্রস্রাব করো।
  • ট্রাম্পের প্রতি ঘৃণা মানুষের কতটা বেড়েছে তার প্রমাণ এই মূর্তিটি। অাবার এটি বাক স্বাধীনতার প্রমাণও।
  • গ্যাবেল এটি বসিয়েছেন ট্রাম্পের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে।
  • একটি নয়, গ্যাবেল এরকম কয়েকটি মূর্তি ব্রুকলিনের রাস্তায় বসিয়েছেন।
  • মূর্তিটি ট্রাম্পের ১৯৮০-৯০ দশকের চেহারার আদলে করা।

গ্যাবেল বলেছেন, “আমি তার এই বয়সটাকে বেছে নিয়েছি, কারণ, ট্রাম্প এরকমই থাকতে চান এবং তার ঝোঁকটা সবারই জানা আছে।” উল্লেখ্য, নারী লোলুপ একই সাথে নারী বিদ্বেষী হিসেবে ট্রাম্পের পরিচিতি আছে। গ্যাবেল আরও বলেন, “কুকুর ফুল গাছের উপর আর মুতবে না, একটা পছন্দের জায়গা খুঁজে পাবে।”

গ্যাবেল বলেন, “মূর্তিটি বসানোর পর থেকে তিনি জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।”

Donald Trump

সংবাদ সূত্র: ডেইলি মেইল

Next Post

এবার সমকামী পেঙ্গুইন যুগলের খোঁজ মিলল সিডনি একুরিয়ামে

২০১৬ সালে জার্মানের চিড়িয়াখানায় ইউরোপিয়ান কনজার্ভেশন প্রজনন প্রোগ্রামের আওতায় স্টেন ও অলি নামে দুটি বিশেষ প্রজাতির পেঙ্গুইন আনা হয়েছিল।  অনেক চেষ্টা করেও প্রশিক্ষক সেগুলোকে স্ত্রী প্রজাতির পেঙ্গুইনের প্রতি আকৃষ্ট করতে ব্যর্থ হন। অবশেষে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বুঝতে পারে স্টেন ও অলি শুধু নিজেরাই একসঙ্গে থাকতে ইচ্ছুক। এরপর কতৃপক্ষ পেঙ্গুইন দুটির জন্য আলাদা […]
সিডনি, অস্ট্রেলিয়া