ব্যক্তি স্বাধীনতার কথা বলতে গিয়ে বিপাকে সনু নিগম

follow-upnews
0 0
সনু নিগম
সনু নিগম টুইট

সোমবার সকালে এক টুইট বার্তায় তিনি লেখেন, প্রতিদিন ভোরে  আজানের  শুনে ঘুম ভেঙে যায় তার। বিষয়টিকে তিনি ধর্মীয় জবরদস্তি হিসেবে আখ্যায়িত করেছেন। এরপর আরকেটি টুইটে তিনি লিখেছেন, “মোহাম্মদের সময় যেহেতু বিদ্যুৎ ছিল না, এখন মাইক্রোফোনে আজান সুর অনেক কর্কশ।”

সনু নিগম টুইট
সনু নিগম টুইট

তবে সুন নিগম শুধু আজানের বিরুদ্ধেই টুইট করেননি, তিনি মন্দির এবং গুরুদুয়ারাতেও লাউড স্পিকারের শব্দ দুষণের বিরুদ্ধে মন্তব্য করেন।

তার এই মন্তব্যের পর টুইটারে তার পক্ষে-বিপক্ষে শুরু হয় জোর বিতর্ক। অনেকেই তাকে ‘মুসলমান-বিরোধী’ বলে বর্ণনা করেন।

আবার অনেকেই বলেন, সনু নিগম ইসলামের বিরুদ্ধে কোন কথা বলেননি। তিনি শুধু মসজিদে মাইক ব্যবহারের বিপক্ষে মন্তব্য করেছেন। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সনু নিগমের টুইটের অংশ বিশেষ উল্লেখ করে তাকে অবমাননাকারী হিসেবে উল্লেখ করা হচ্ছে, যাতে সাম্প্রদায়িক উস্কানি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অনেকে।

Next Post

ছোটগল্প: হাঙ্গারোয়া // দিব্যেন্দু দ্বীপ

এরকম একটা দেশের অস্তিত্ব পৃথিবীতে থাকতে পারে তা আমরা কখনো কল্পনাই করিনি। হাঙ্গারোয়া নামক এ প্রদেশটি যেন দেশের মধ্যে একটি দেশ। মূল রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটি অভিনব। তারা শুধু প্রয়োজনীয় জিনিসগুলো মূল রাষ্ট্র থেকে আমদানী করে। আবার রপ্তানিও করে। সরকারের সাথে তাদের চুক্তি একশো বছরের। পঞ্চাশ বছর ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে। […]
দয়া