জমজ সন্তান হলেও পার্থক্য দেখে বাবা-মার খানিকটা সন্দেহ ছিল, হয়ত হাসপাতালে তাদের একটি শিশু বদলে গেছে।
ওই সন্দেহ নিয়েই দুই বছর কাটিয়ে দেয় ভিয়েতনামের ওই দম্পতি। কিন্তু সন্দেহ ঘোচাতে সম্প্রতি তারা ডিএনও পরীক্ষার উদ্যোগ নেন।
আর তাতে বিরল এক ঘটনা প্রকাশ পেল বলে ভিয়েতনাম নিউজকে উদ্ধৃত করে মঙ্গলবার যুক্তরাজ্যের ইনডিপেনডেন্ট সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে।
ডিএনএ পরীক্ষায় সন্তান দুটি ভিয়েতনামি ওই নারীর বলে প্রমাণিত হলেও তাদের একটির বাবা ওই নারীর স্বামী। অন্যটির বাবা ভিন্নজন।
এই ধরনের ঘটনা চিকিৎসা বিজ্ঞানে বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। তারা বলেন, নিকট সময়ে একাধিক ব্যক্তির সঙ্গে যৌন মিলনে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব।
নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডা. কিথ এডলম্যান বলেন, একজন নারীর ডিম্বানু সাধারণত ১২ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। অন্যদিকে শুক্রানুর আয়ুকাল সাত থেকে ১০ দিন।
তার ভাষ্য, সেক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানে একজন নারী যদি একাধিক ব্যক্তির সঙ্গে মিলিত হন, তবে দুজনের শুক্রানু তার একটি ডিম্বানুকে নিষিক্ত করলে এই ধরনের জমজ শিশুর জন্ম হতে পারে।
“এটা বিরল হলেও অসম্ভব নয়”, বলেন ডা. এডলম্যান।
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হোয়া বিন প্রদেশের ওই নারী স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে মিলনের কথা স্বীকার করেছেন বলে ভিয়েতনাম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
পত্রিকাটি বলেছে, অসম্ভব না হলেও ভিয়েতনামে এই ধরনের ঘটনা এটাই প্রথম।