Headlines

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব-২০১৬

1

সামাজিক সংগঠন ‘আঠারো’ আগামী ২ এবং ৩ জুন সন্ধ্যা ৬টায় বাগেরহাট জেলার মসনী এবং রঘুদত্তকাঠী গ্রামে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে। উৎসবে মুক্তযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শিত হবে।

হাসান মাহমুদ পরিচালিত স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র নারী এবং হিল্লা দেখানো হবে, পাশাপাশি হুলিয়া, স্টপ জেনোসাইড, রেজরস্ এজ, এবং আরো কিছু বিনোদনমূলক চলচ্চিত্র প্রদর্শিত হবে।