মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব-২০১৬

follow-upnews
0 0

1

সামাজিক সংগঠন ‘আঠারো’ আগামী ২ এবং ৩ জুন সন্ধ্যা ৬টায় বাগেরহাট জেলার মসনী এবং রঘুদত্তকাঠী গ্রামে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে। উৎসবে মুক্তযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শিত হবে।

হাসান মাহমুদ পরিচালিত স্বল্পদৈর্ঘের চলচ্চিত্র নারী এবং হিল্লা দেখানো হবে, পাশাপাশি হুলিয়া, স্টপ জেনোসাইড, রেজরস্ এজ, এবং আরো কিছু বিনোদনমূলক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

Next Post

পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সেই ছাত্র এখন নতুন পাঞ্জাবী পরে নতুন কথা বলছে

নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ স্কুলের শিক্ষক শ্যামলকান্তি ভদ্রকে লাঞ্ছিতের ঘটনার সূত্রপাত ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিফাত হোসেনকে কেন্দ্র করে। অভিযোগ  ওঠে ক্লাসে রিফাতকে মারধরের ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন শিক্ষক শ্যামল। তবে গত ১৬ মে টেলিভিশনে সাক্ষাতকার দিয়ে রিফাত হোসেন জানায়, সেদিন ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেননি শিক্ষক শ্যামল […]

এগুলো পড়তে পারেন