লালন উৎসব বন্ধের প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন


নেত্রকোনায় বাউল উৎসব বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন- মেহেরপুরে, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, নাটোরে বাউলদের উপর হামলার পর কয়েকদিন আগে নেত্রকোনায় একটি সংগঠনের আবদারের মুখে স্থানীয় প্রশাসন একটি বাউল উৎসব বন্ধ করে দিয়েছে। আমরা এর তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সঙ্গে ওই কাজে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, তখন বাউলদের বিরুদ্ধে ধর্মান্ধ মৌলবাদীদের এ আক্রমণ হতাশার। মনে রাখতে হবে লালন আমাদের শেকড়, বাউলরা আমাদের সংস্কৃতির প্রাণ। তাই বাউল বা লালনপন্থীদের উপর হামলা মানে বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্যের উপর হামলা।

সাংবাদিক ও সমাজকর্মী রুদ্র রুদ্রাক্ষের সভাপতিত্বে সমাবেশে সঙ্গীত শিল্পী পান্থ কানাই, সাংবাদিক ফররুখ বাবু, সাংবাদিক মহুয়া সৈয়দা, সামাজিক সংগঠন ছায়া এর চেয়াম্যান রাইহান কবির রনো প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র : জাগোনিউজ