আপনার পরিবারে যদি কোন মানসিক রোগী থাকে …

Mental problem মানসিক রোগ

১. আপনি আপনার পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা সারিয়ে তোলার জন্য সঠিক ব্যক্তি নন, ডাক্তারের পরামর্শ নিতে হবে;

২. আপনার শত চেষ্টা সত্বেও অবস্থা দিনে দিনে আরো খারাপ হতে পারে, কিছুটা ভালো হতেও পারে;

৩. অনেক চেষ্টা করেছেন ভেবে যদি আপনি রাগান্বিত হয়ে হাল ছেড়ে দেন তাতে কোনো লাভ হবে না;

৪. একজন মানসিক রোগীকে মেনে নেওয়া সবার জন্য কঠিন, পরিবারের সদস্যদের জন্য তা আরো কঠিন, কারণ, পরিবারের সদস্যদের বিষয়টির সাথে সবসময় থাকতে হয়;

৫. এ ধরনের সমস্যা গ্রহণ করার মানসিকতা ধীরে ধীরে তৈরি করা প্রয়োজন, তবে সবক্ষেত্রে সবার কাছ থেকে সেটি প্রত্যাশিত নয়. তাই কারো ভুল আচরণে হতাশ হওয়া যাবে না;

৬. যুক্তি দিয়ে বুঝিয়ে একজন মানসিক রোগীকে ভালো করা যায় না, তাই এক্ষেত্রে রোগীর সাথে আলোচনা কোনো কাজে আসবে না;

৭. পরিবারের কোনো সদস্যের মানসিক রোগ সম্পর্কে সম্যক ধারণা নিতে পারলে নিজের সম্পর্কেও কিছু নতুন ব্যাখ্যা বিশ্লেষণ মিলবে;

৮. ব্যক্তিটিকে রোগের সাথে মিলিয়ে ফেলা যাবে না, রোগের ওপর আমরা বিরক্ত হই, তবে ব্যক্তিটিকে ভালোবেসে যেতে হবে, তাহলে রোগটিও কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে;
৯. এ ধরনের রোগীদের চিকিৎসার জন্য যে ধরনের ওষুধ ব্যবহার করা হয় তার কিছু পাশ্বপ্রতিক্রিয়া রয়েছে, সে সম্পর্কে সচেতন হতে হবে;

১০. আপনি নিজে অবহেলিত বোধ করবেন না, যারা এ বিষয়ে কথা বলতে চায় এবং আপনার জন্য কিছু করতে চায় তাদের সহযোগিতা নিন।