কেন হবে ? কাওরান বাজার রেল- ক্রসিং এ যানজট কমানর জন্য।
ওখানকার কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাস- মুরগী সকলে জানে কিভাবে
রেল- ক্রসিং পার হতে হয়। কিন্তু শুধু জানেননা ইঞ্জিনিয়ারগণ।
কিন্তু যখন ওনরা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা করতেন ; তখন বলতেন ইঞ্জিনিয়ারিং পড়ে দেশের উন্নয়ন করবেন!
কিন্তু বাস্তবে এসে কি করলেন ? হাতিরঝিল থেকে রেললাইনের উপর দিয়ে ওভার ব্রিজ কাওরানবাজার নামবে। কিন্তু ওনরা কি করলেন?
ওভারব্রিজ নাকরে ডাউনব্রিজ করললেন। অর্থাৎ রেল- লাইনের আগে ব্রিজটা নামিয়ে শেষ করলেন।
তার অর্থ যানজট আগের চেয়ে বেশি শুরু হল। পরে
প্রধাণমন্ত্রীর নির্দেশে ব্রিজটা ভেংগে আবার রেল-লাইনের উপর দিয়ে নিয়ে
কাওরান বাজার নামালেন। এতে অতিরিক্ত ২০০ কোটি টাকা বেশি খরচ
হল। এখন জনগণের প্রশ্ন, তাহলে ওনরা কি ইঞ্জিনিয়ারিং পড়লেন ?
কি বা ডিজাইন করলেন? কেনইবা জনগণের ২০০ কোটি টাকা গচ্চা দিলেন?
আর ওই ওনাদের জরিমানা নাকরে সরকারও ২০০ কোটি টাকা জনগণের
উপর চাপালেন। আমার কথা হল – তাহলে কি ডিজাইন কোরলেন
ওই ইঞ্জিনিয়ারগণ, কিবা ইঞ্জিনিয়ারিং পড়াশুনা করলেন ওনরা? এবং
ওনরা কিসেরইবা ইঞ্জিনিয়ার ?
দ্রষ্টব্য: ফেসবুকের লেখা কোনোরূপ এডিট করা হয় না।