আজ ঈদ, সকল মানুষ উৎসবে মাতুক

follow-upnews
0 0

ঘরে ঘরে ঈদ আনন্দ


উৎসব মানব জীবনের এক ঐতিহাসিক অনুষঙ্গ। বাঙালি প্রাণ উৎসব মুখর, অনেকভাবে আমরা উৎসব পালন করি। এরমধ্যে একসাথে মিলিত হয়ে আনন্দ উপভোগ করার এক অনন্য উপায় হয়েছে ঈদ।

আজ ঈদ। শুধু ব্যক্তিজীবনে নয়, রাষ্ট্রীয়ভাবেও ঈদ উদযাপিত হয়, কারো কোনো ব্যস্ততা থাকে না এই কয়দিনে, থাকার কথা নয়, যদিও জীবন জীবীকার বাস্তবতায় অনেকে এই দিনেও কাজ করতে বাধ্য হয়।

আনন্দে কাটুক এই সময়টুকু সবার। ঘরে ঘরে ঈদ আনন্দ হোক নির্বিঘ্ন– এমন প্রত্যাশাই থাকে সকলের। ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে ঈদ আনন্দ সঞ্চারিত হোক সবার মাঝে। সকলকে ঈদের নিরন্তর শুভেচ্ছা।

Next Post

ফেসবুক থেকে: “ওনারা কিসের ইঞ্জিনিয়ার?”

হাতিরঝিল থেকে কাওরান বাজার ফ্লাইওভার হবে। ভালো খবর। কেন হবে ? কাওরান বাজার রেল- ক্রসিং এ যানজট কমানর জন্য। ওখানকার কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাস- মুরগী সকলে জানে কিভাবে রেল- ক্রসিং পার হতে হয়। কিন্তু শুধু জানেননা ইঞ্জিনিয়ারগণ। কিন্তু যখন ওনরা ইঞ্জিনিয়ারিং পড়ার চিন্তা করতেন ; তখন বলতেন ইঞ্জিনিয়ারিং পড়ে […]
নিখিল কুমার দাস ঢাকা

এগুলো পড়তে পারেন