এ পর্যন্ত সবাই পারে। কিন্তু দ্রুত হিসেব নিকেষ করার জন্য এটুকু যথেষ্ট নয়। জানতে হবে কমপক্ষে ৩০ পর্যন্ত।
এভাবে পাঁচটা পাঁচটা করে মনে রাখুন:
ঘাবড়ানোর কিছু নেই, মনে রাখারও সহজ উপায় আছে।
একটু খেয়াল করে দেখুন, ১৬ * ১৬ = ২৫৬, ১৭ * ১৭ = ২৮৯; দুটো গুণফলের মধ্যে পার্থক্য কত? ৩৩।
১৮ * ১৮ = ৩২৪। পূর্বেরটার সাথে পার্থক্য কত? ৩২৪- ২৮৯ = ৩৫।
১৯ * ১৯ = ৩৬১। পার্থক্য কত? ৩৬১- ৩২৪ = ৩৭।
২০ * ২০ = ৪০০। পাথর্ক্য কত? ৪০০ – ৩৬১ = ৩৯।
অর্থাৎ পার্থক্যের ব্যবধান ২ করে বেড়েছে।
মনে রাখতে সমস্যাটা হয় ১৬ থেকে, তাই সেখান থেকে হিসেব করে দেখালাম।
আর একটা করে মার্জিন তো আছেই।
২০ * ২০ = ৪০০ একটা মার্জিন এবং ২৫ * ২৫ = ৬২৫ একটা মার্জিন, যেহেতু এ দুটো মনে থাকে।