সমার্থক ও বিপরীতার্থক শব্দ
১. সূর্য শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. আফতাব খ. মার্ত- গ. বিভা ঘ. দিনমণি
২. ‘বিদিত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. কর্কশ খ. কর্মঠ গ. অজ্ঞাত ঘ. অবনতি
বানান ও বাক্যশুদ্ধি
৩. নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
ক. ভূল, ভৌগোলিক খ. মুখস্ত, হরিত গ. মনোযোগ, সখ্য ঘ. মুহূর্মুহূ, মরূদ্যান
৪. কোন বাক্যটি শুদ্ধ নয়?
ক. এ কথা অবশেষে প্রমাণিত হয়েছে খ. মাতৃবিয়োগে শোকানলে দ্বগ্ধ
গ. অন্যায়ের প্রতিফল অনিবার্য ঘ. সব ছেলেগুলোকে ডাক।
৫. কোন শব্দটি অশুদ্ধ?
ক. ব্যাধি খ. অকালপক্ক গ. অতিথি ঘ. দারিদ্র্য
প্রয়োগ ও অপপ্রয়োগ
৬. নিচের কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে?
ক. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। খ. আজকাল বিদূষি মেয়ের অভাব নেই।
গ. অশ্রুতে বুক ভেসে গেল। ঘ. এই বুদ্ধিমতি বালিকা কে?
৭. নিচের কোনটিতে ‘মুখ’ শব্দটি দ্বারা খারাপ অর্থ বোঝান হয়েছে?
ক. মুখ খারাপ খ. মুখভার গ. মুখপোড়া ঘ. মুখ সামলানো
৮. নিচের কোন শব্দটি অপপ্রয়োগের উদাহরণ?
ক. কোষ্ঠী খ. জ্যৈষ্ট গ. ব্যভিচার ঘ. ব্যগ্র
ধ্বনি, শব্দ, বর্ণ
৯. স্বরধ্বনি উচ্চারণের সময় দীর্ঘস্বর ধ্বনির প্রয়োজন, এই দীর্ঘস্বর ধ্বনি কয়টি?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
১০. নিচের কোনটি গ্রিক শব্দ?
ক. সিডর খ. শিখ গ. পকেটমার ঘ. দাম
১১. পরাশ্রয়ী বর্ণ নয় কোনটি?
ক. ং খ. ঁ গ. ৎ ঘ. ঃ
প্রত্যয়, সন্ধি, সমাস
১২. মনুষ্য শব্দের প্রত্যয় কোনটি?
ক. মনু + ষ্ণ খ. মনুঃ + ষ্ণ গ. মন + উষ্ণ ঘ. মুনুঃ ষ্ণ্য
১৩. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ধ্বনি নয়?
ক. এক + দশ = একাদশ খ. অন্য + অন্য = অন্যান্য
গ. আ + চর্য = আশ্চর্য ঘ. পর + পর = পরস্পর
১৪. নিচের কোনটি অলুক সমাস নয়?
ক. হাতে-কলমে খ. দুধে-ভাতে
গ. হাভাতে ঘ. আদায় কাচকলায়
উপসর্গ, অনুসর্গ, বচন, ধাতু
১৫. নিচের কোনটি আরবি উপসর্গ?
ক. আম খ. নিম গ. গর ঘ. খয়ের
১৬. নিচের কোনটি মৌলিক ধাতু নয়?
ক. চল্ খ. হাতা গ. পড় ঘ. খা
১৭. কোনটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়?
ক. বর্গ খ. পাল গ. বৃন্দ ঘ. কুল
কারক, বাগধারা
১৮. কোনটি অধিকরণে তৃতীয়া?
ক. ছায়াঢাকা পথ দিয়ে চলতে আরাম । খ. আজকে আমার যাওয়া হবে না।
গ. ভোর বেলা সূর্য ওঠে। ঘ. সর্বাঙ্গে ব্যাথা
১৯. “ভাড়ে মা ভবানি” বাগধারাটির অর্থ কী?
ক. কৃপনের কড়ি খ. রিক্ত হস্ত গ. আশাভঙ্গ ঘ. কপট ব্যক্তি
এককথায় প্রকাশ, প্রবাদ প্রবচন
২০. যে বিষয়ে কোন বিতর্ক নেই। এককথায় কী হবে?
ক. বৈয়াকরণিক খ. নির্মোক গ. অধিতর্ক ঘ. অবিসংবাদী
২১. “ধরি মাছ, না ছুই পানি” প্রবাদ প্রবচনের অর্থ কী?
ক. অপরাধীর বাহাদুরি খ. সুযোগ সন্ধানী গ. কৌশলে কার্যসিদ্ধি ঘ. ধ্বংস হয়ে যাওয়া
বাংলা সাহিত্য
২২. ‘কিঞ্চিত জলযোগ’ প্রহসনের রচয়িতা কে?
ক. অমৃতলাল বসু খ. জ্যেতিরিন্দ্রনাথ ঠাকুর গ. দ্বিজেন্দ্রলাল রায় ঘ. প্যাঁরীচাদ মিত্র
২৩. ‘মহেন্দ্র, বিনোদিনী, বিহারী’ চরিত্রগুলো কোন উপন্যাসের-
ক. গৃহদাহ খ. চোখের বালি গ. দেবী চৌধুরাণী ঘ. অপরাজিত
২৪. শিশুতোষ গ্রন্থ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ গ্রন্থের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. সত্যেন সেন গ. শওকত ওসমান ঘ. আহসান হাবিব
২৫. ‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৫
২৬. বাংলা মুদ্রণাক্ষরের জনক-
ক. প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় খ. পঞ্চানন কর্মকার গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ. মানকুমারী বসু
২৭. হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. যে জলে আগুন জ্বলে খ. কবিতা একাত্তর গ. এখন যৌবন যার ঘ. মানুষ বোঝ না
২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
ক. মানিক প্রবোধ বন্দ্যোপাধ্যায় খ. প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
গ. প্রবোধচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঘ. কুমার মানিক প্রবোধ
২৯. রাজিয়া খাতুনের জন্মস্থান কোথায়?
ক. নেত্রকোণা খ. নারায়ণগঞ্জ গ. সাতক্ষীরা ঘ. ফরিদপুর
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর মৃত্যুতে কী রচনা করেন?
ক. চিত্রাঙ্গদা খ. নৈবেদ্য গ. চণ্ডালিকা ঘ. নষ্টনীড়
৩১. বাংলা টপ্পা গানের জনক কে?
ক. হরু ঠাকুর খ. গোঁজলা গুঁই গ. নিধিরাম গুপ্ত ঘ. কালী মির্জা
৩২. বিদ্যাপতি ও গোবিন্দ দাস ‘মহাভারত’ কোন ভাষায় রূপান্তর করেছেন?
ক. খাঁটি বাংলা খ. ব্রজবুলি গ. উর্দু ঘ. সংস্কৃত
৩৩. চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি কে?
ক. মানিক দত্ত খ. মুকুন্দরাম চক্রবর্তী গ. কানা হরিদত্ত ঘ. ভারত চন্দ্র রায়গুণাকর
৩৪. ‘নিরঞ্জনের উষ্মা’ শুন্য পূরাণের একটি-
ক. একটি কাব্য খ. একটি গল্প গ. একটি কবিতা ঘ. একটি উপন্যাস
৩৫. চর্যাপদের টীকাকার কে ছিলেন?
ক. মুনিদত্ত খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ গ. ভুসুকুপা ঘ. লুইপা
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. ঘ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. গ ২৯. ঘ ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. খ ৩৪. গ ৩৫. ক
# এই কনটেনটি তেরি করার ব্যয় বহন করেছে Q & C Research