অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, ঢাকা। ‘follow-upnews’ –এর সাথে কথা বলেছেন বাংলাদেশের সাম্প্রদায়িক সমস্যা এবং সম্প্রীতি বিষয়ে।
কোন বিষয়গুলো বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে -এ প্রশ্নের উত্তর খুব সক্ষিপ্ত পরিসরে প্রদান করা সম্ভব নয়, আবার বাস্তব কারণে খুব সাবলীলভাবেও বলা সম্ভব নয়। যথেষ্ট সচেতন থেকে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এখানে দিতে হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য নিচের বিষয়গুলো দায়ী বলে আমি মনে করি।
১। অন্ধত্ব, গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্নতা ও ভ্রান্ত ধারণা;
২। উদ্দেশ্যপ্রণোদিত এবং স্বার্থবাদী সাম্প্রদায়িক রাজনীতির চর্চা;
৩। আন্তর্জাতিক স্বার্থবাদী অপশক্তির সংগোপন অপতৎপরতা;
৪। সংখ্যালঘিষ্ঠদেরকে ধর্মান্তরিতকরণের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রয়োজনীয় তৎপরতা;
৫। সংখ্যালঘিষ্ঠদের নারী ও সম্পত্তি সহজলভ্য ভাবা;
৬। সরকারের মধ্যে বিভিন্ন পর্যায়ে থাকা প্রবল সাম্প্রদায়িক ভেদবুদ্ধিসম্পন্ন ব্যক্তিবর্গের সহযোগিতায় সাম্প্রদায়িক নীতি ও কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন তৎপরতা;
৭। ধর্মীয় অনুষ্ঠান এবং কারজপরিচালনায় সাম্প্রদায়িক প্রচারণা;
৮। স্বীয় ধর্মীয় মত-পথের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের প্রচেষ্টা;
৯। নিজের ধর্মকে না জানা এবং অপরের ধর্ম সম্পর্ক ভ্রান্ত ধারণা;
১০। ধর্ম নিয়ে অযাচিত প্রচারণা এবং বাড়াবাড়িতে ব্যাপৃত থাকা;
১১। অপরের মতের প্রতি শ্রদ্ধাপোষণ না করা এবং অপরের মতকে সহ্য করতে না পারা।
উপরের কারণগুলো স্বব্যাখ্যাত হওয়ায় বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই।