Headlines

পদ্মাসনে একা বসে থাকে বুদ্ধ

আইরিন সুলতানা ব্লগ বিডিনিউজ

খোঁপায় যেমন,
তেমন ভূমিতেও গোলাপ গুঁজে দিলে
বদলে যেত ইতিহাস।
বুকে মাইন পেতে কি শান্তির ঘুম জোটে দু’চোখে?

নাফ তো জানে পরিচয় – শব আর সবের।
শরনার্থী মার্গ কি তবে নির্বাণ সত্য?
ভস্ম ভিটেতে পদ্মাসনে একা বসে থাকে বুদ্ধ।

– আইরিন সুলতানা১৪ সেপ্টেম্বর ২০১৭