বিধি ডাগরও আঁখি …
নির্জন এক
কাক ডাকা দুপুরে তোমাকে পাঠিয়েছিলাম
একটি শব্দের মিছিল সেদিন।
তুমি হয়ত ভেবেছিলে
কোনো নকলে প্রেমের বাহানা,
নাকি তুমিও করেছিলে
কোনো প্রেরকের সন্ধান?
প্রথম প্রেমের মহাজ্ঞান
আমি ভুলি না আজও!
নির্জন দুপুরে,
কখনো গভীর রাতে
সেই একই ডাগর আঁখি
আমাকে সংসক্ত করে তোমাতে।
মহাশূন্যের নেশায় পেয়ে বসা আমি
এখনো
ক্ষণিক প্লাবিত হই কল্পিত প্রথম প্রেমে।
দেখা মেলে রোজ,
যেমন
আকাশ দেখা যায়— দেখি আমি ঠিক তখন তোমায়।