♣
অবহেলা সইতে পারি না কোনোদিন।
তবু তোমার বেলায় যে ঘোর কাটে না!
♣
এ রূপ আমি ভুলতে পারি না যে—
সীমার মাঝে অসীমের আহ্বান শুনি।
♣
হাঁটতে শিখিনি আজও,
তবু দৌঁড়ে আসি
রোজ প্রাতে তোমার পথে।
তুমি ঘুমাও তখন
তোমার সকল রাত জাগা ক্লান্তিতে।
♣
এভাবে আমার শুধু দুঃখ বাড়ে।
♣
রেখেছো গচ্ছিত যত
তোমার স্বপ্ন-সুর-সৌষ্ঠব গোপনে,
কেড়ে নেব,
সত্যি কেড়ে নেব সব একদিন তা।
♣
প্রাণ ভরে তোমায়
কবে পাব বলতে পারো,
যতটুকু পেলে
অপূর্ণ মানবের সবটুকু পাপের
প্রায়শ্চিত্ব হয় মুহূর্তে?
♣
স্বর্গ তো চাইনি কোনোদিন,
তোমাকে চেয়েছি,
যতটুকু পাই
এর চেয়ে আর একটু শুধু বেশি।
♣
পৃথিবীটা রোজ খুব শান্ত হয়ে ঘুমায়
আমায় এত অশান্ত রেখে!
তাই তো একটা আকাশ খুঁজি।
♣
দাও না প্রিয় সরাবটুকু তোমার।
চাই না অমৃত,
আমি শুধু মাতাল হব।
♣
কিছু তো বলো,
অন্তত শব্দ করে জানাও
যে তুমি চলে যাচ্ছ—
যেখানে সবুজের সমারোহ,
আমার এ রুক্ষতায় তুমি খুব বেমানান,
তবু তোমার এ নীরবতা ভয়ঙ্কর
এক ঘুর্ণীবৃত্তে বন্দী করে আমায়।
শেকস্ রাসেল, লন্ডন, যুক্তরাজ্য