তোমার বেলায় যে ঘোর কাটে না

follow-upnews
0 0

অবহেলা সইতে পারি না কোনোদিন।

তবু তোমার বেলায় যে ঘোর কাটে না!

এ রূপ আমি ভুলতে পারি না যে—

সীমার মাঝে অসীমের আহ্বান শুনি।

হাঁটতে শিখিনি আজও,

তবু দৌঁড়ে আসি

রোজ প্রাতে তোমার পথে।

তুমি ঘুমাও তখন

তোমার সকল রাত জাগা ক্লান্তিতে।

এভাবে আমার শুধু দুঃখ বাড়ে।

রেখেছো গচ্ছিত যত

তোমার স্বপ্ন-সুর-সৌষ্ঠব গোপনে,

কেড়ে নেব,

সত্যি কেড়ে নেব সব একদিন তা।

প্রাণ ভরে তোমায়

কবে পাব বলতে পারো,

যতটুকু পেলে

অপূর্ণ মানবের সবটুকু পাপের

প্রায়শ্চিত্ব হয় মুহূর্তে?

স্বর্গ তো চাইনি কোনোদিন,

তোমাকে চেয়েছি,

যতটুকু পাই

এর চেয়ে আর একটু শুধু বেশি।

পৃথিবীটা রোজ খুব শান্ত হয়ে ঘুমায়

আমায় এত অশান্ত রেখে!

তাই তো একটা আকাশ খুঁজি।

দাও না প্রিয় সরাবটুকু তোমার।

চাই না অমৃত,

আমি শুধু মাতাল হব।

কিছু তো বলো,

অন্তত শব্দ করে জানাও

যে তুমি চলে যাচ্ছ—

যেখানে সবুজের সমারোহ,

আমার এ রুক্ষতায় তুমি খুব বেমানান,

তবু তোমার এ নীরবতা ভয়ঙ্কর

এক ঘুর্ণীবৃত্তে বন্দী করে আমায়।


শেকস্ রাসেল, লন্ডন, যুক্তরাজ্য

Next Post

চাকরির পরীক্ষার জন্য রোজ একটি অংক (৭)

    ♣ In what ratio must a grocer mix two varieties of tea worth Tk. 60 a kg and Tk. 65 a kg so that by selling the mixture Tk. 68.20 a kg he may gain 10%? [৬৮.২০ টাকা প্রতি কেজি বিক্রী করে ১০% লাভ করতে হলে ৬০টাকা এবং […]
Maths