পরমেশ্বর // দিব্যেন্দু দ্বীপ

মারুফা জ্যোতি

বন্দী ঈশ্বরের আভাস পেয়ে

হেঁটেছি তোমারর পিছে পিছে।

বিমুখ হইনি,

অনুগত ঈশ্বরকে ঘুম পাড়িয়ে

তুমি গেড়ুয়া বসন খুলেছ মাত্র।

ষাষ্টাঙ্গে এখন তুমি ধ্যানমগ্ন,

ফুল-বেলপাতা, ধুপ ধুনোর সুঘ্রাণ,

মোমবাতি প্রজ্বলিত–

আধো আলো আধো ছায়াতে

তোমার নগ্ন নিথর দেহ প্রকম্পিত।

হঠাৎ মোহাচ্ছন্ন নীরব নিনাদ

রাত নৈঃশব্দ্য ভেঙ্গে চৌচির করে

জাগিয়ে তুলেছে তোমার আমার পরমেশ্বর।