শহরটা রত স্বমৈথুনে।
নদীটাও দেখি নাঙ্গা।
চাঁদের মুখেকালিমার ছাপ। তক্ষক চোখ রাঙ্গা।
একাকার লাগে নদী-পথ-ঘর-আকাশ-পুকুর-ডাঙ্গা। আঁতলামী আর মাতলামী মিলে অনুভূতি বেশ চাঙ্গা।
আমার মনে-মননে সংকীর্ণতা, হৃদয়ের বাড়ী ভাঙ্গা।
অন্তরে ক্ষরা, দু’চোখে প্লাবন, দেহ-মন জুড়ে মঙ্গা।
২৮/১০/১৫
অনুপম শেখর
মোড়েলগঞ্জ, বাগেরহাট