কিছু জায়গায় ইতিবাচক হওয়া খুব জরুরী

১। কাউকে খাওয়ানো খুব কঠিন, দুটি কারণে কঠিন–

(ক) আর্থিক কারণ; (খ) ইচ্ছা এবং সময়।

তাই কেউ যদি আপনাকে খাওয়াতে চায়, রেস্টুরেন্টে অথবা বাড়িতে তাহলে তাকে বড় করে একটা ধন্যবাদ দিন। খাওয়ার পরে অবশ্য কোনো খুঁত ধরবেন না, বরং যে রান্না এবং পরিবেশন করেছে, তার প্রতি আন্তরিক ভালোলাগা প্রকাশ করুন।

২। ব্যস্ত এ জীবনে মানুষকে সময় দেয়া খুব কঠিন। কেউ আপনার পাশে বসলে, আপনার সাথে দুটো কথা বলতে চাইলে তাকে গুরুত্ব দিন।

৩। বন্ধু টাকা খরচ করছে না বলে তাকে কৃপণ ভাববেন না, বরং ভাবুন টাকা নেই বলে সে খরচ করতে পারছে না, এবং এজন্য সে নিজেও কষ্ট পাচ্ছে।