Headlines

বীর মুক্তিযোদ্ধারা প্রায় সবাই কি ইসলামপন্থার দিকে ঝুঁকে পড়েছে?

ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়া


একটি কথা সমাজে চালু আছে— রাজাকার বদলায় না, কিন্তু মুক্তিযোদ্ধারা বদলায়। অর্থাৎ, পাকিস্তানি উগ্র ইসলামী মতাদর্শ এবং ধনতন্ত্রে বিশ্বাসীরা না বদলালেও মানবতাবাদ এবং সম্ভাব্য সাম্যবাদে বিশ্বাসী মুক্তিযোদ্ধারা বদলে যায়, বদলে গিয়েছে। তারই একটি আলামত বলা যেতে পারে এই ছবিটিকে। গত ২৩ মে (২০২৩) কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনও’র বদলি প্রত্যাহার চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা কুমিল্লার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়। এখানে প্রশ্নটি স্মারকলিপি বা ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও’র বদলী প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে নয়। এখানে প্রশ্নটি হচ্ছে— মুক্তিযোদ্ধাদের সবার ইসলামীক অবয়ব নিয়ে। ইসলামীক অবয়ব নিয়ে প্রশ্ন তোলাটাও এক্ষেত্রে উদ্দেশ্য নয়। প্রশ্ন হচ্ছে— একজন মুক্তিযোদ্ধাও কি এই অবয়বের বাইরে থাকতে পারতেন না? বাংলাদেশ কোনদিকে গিয়েছে এই ছবিটি যেন তারই একটি প্রতিচ্ছবি।