ক প্রতি ১০০টি পার্টস বানায় খ ’র চেয়ে দিগুণ দ্রত। খ যদি ১০০টি পার্টস ৪০মিনিটে বানায়, তাহলে ক ৬ মিনিটে কয়টি পার্টস বানাবে? । দিব্যেন্দু দ্বীপ

11781727_873777062707699_7728253396585004799_n


চমৎকার একটি অংক এটি।
দিগুণ দ্রত মানে অর্ধেক সময় লাগে। অর্থাৎ খ যেহেতু ১০০টি পার্টস বানায় ৪০মিনিটে, সেক্ষেত্রে ক ১০০টি পার্টস বানাবে ২০ মিনিটে।
অতএব, ক ১মিনিটে বানায় ৫টি পার্টস। ৬ মিনিটে বানাবে ৩০টি পার্টস।