একটি ট্রেন ৮০মাইল/ঘণ্টা বেগে যায় ৩০০ মাইল। ট্রেনটির আসা যাওয়ার গড় গতিবেগ যদি ১০০মাইল/ঘণ্টা হয়, তাহলে ট্রেনিটির ফিরতি বেগ কত? । দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

index


সূত্র : দূরত্ব/সময় = গতিবেগ। অতএব, সময় = দূরত্ব/গতিবেগ।
সেক্ষেত্রে যাওয়ার বেলায় সময় লেগেছে = ৩০০/৮০ ঘণ্টা। = ৩.৭৫ ঘণ্টা।
যেহেতু ৬০০ মাইলের গড় গতিবেগ ১০০ মাইল/ঘণ্টা, অতএব ৬০০ মাইল অতিক্রম করতে মোট সময় লেগেছে ৬ ঘণ্টা।
সময় অবশিষ্ট আছে = ৬-৩.৭৫ = ৩.২৫ ঘণ্টা।
এখন, ফেরার ৩০০ মাইল অতিক্রম করার জন্য ট্রেনটি ৩.২৫ ঘণ্টা সময় পাবে।
সেক্ষেত্রে গতিবেগ = ৩০০/২.২৫ = ১৩৩.৩৩ মাইল/ঘণ্টা

Next Post

ক প্রতি ১০০টি পার্টস বানায় খ ’র চেয়ে দিগুণ দ্রত। খ যদি ১০০টি পার্টস ৪০মিনিটে বানায়, তাহলে ক ৬ মিনিটে কয়টি পার্টস বানাবে? । দিব্যেন্দু দ্বীপ

চমৎকার একটি অংক এটি। দিগুণ দ্রত মানে অর্ধেক সময় লাগে। অর্থাৎ খ যেহেতু ১০০টি পার্টস বানায় ৪০মিনিটে, সেক্ষেত্রে ক ১০০টি পার্টস বানাবে ২০ মিনিটে। অতএব, ক ১মিনিটে বানায় ৫টি পার্টস। ৬ মিনিটে বানাবে ৩০টি পার্টস।

এগুলো পড়তে পারেন