ক প্রতি ১০০টি পার্টস বানায় খ ’র চেয়ে দিগুণ দ্রত। খ যদি ১০০টি পার্টস ৪০মিনিটে বানায়, তাহলে ক ৬ মিনিটে কয়টি পার্টস বানাবে? । দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

11781727_873777062707699_7728253396585004799_n


চমৎকার একটি অংক এটি।
দিগুণ দ্রত মানে অর্ধেক সময় লাগে। অর্থাৎ খ যেহেতু ১০০টি পার্টস বানায় ৪০মিনিটে, সেক্ষেত্রে ক ১০০টি পার্টস বানাবে ২০ মিনিটে।
অতএব, ক ১মিনিটে বানায় ৫টি পার্টস। ৬ মিনিটে বানাবে ৩০টি পার্টস।

Next Post

জীবনকে সহজ করবেন যেভাবে

১. গ্রহণ করার পাশাপাশি আপনাকে এভয়েড করাও শিখতে হবে। এই কাজ কোনদিন আমি পারি না, কাউকে এভয়েড করতে পারি না, এজন্য খুবই পস্তাতে হয়। প্রশ্ন হচ্ছে– কাকে বা কাদের এভয়েড করবেন। প্রথমত এভয়েড করবেন সেইসব সক্ষম মানুষদের, যারা আপনাকে অক্ষম ভাবে, এবং একইসাথে তারা মনে করে যে তাদের কাছে গিয়ে […]