Headlines

সংখাটি ১১ দ্বারা বিভাজ্য কিনা বুঝবেন যেভাবে

index


কোনো সংখ্যা ১১ দিয়ে বিভাজ্য কিনা, তা বোঝার সহজ একটি উপায় আছে। বিজোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফল এবং জোড় অবস্থানে থাকা অংকগুলোর যোগফলের ব্যবধান যদি ১১ অথবা ০ হয় শুধুমাত্র তবেই সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য হতে পারে।

যেমন : ২৩৪৮৫ সংখাটিতে-
২+৪+৫ = ১১
৩+৮ = ১১
১১-১১ = ০
অতএব সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য।

৬০৮৫২ সংখ্যাটিতে-
৬+৮+২ = ১৬
০+৫ = ৫
১৬-৫ = ১১
অতএব সংখ্যাটি ১১ দ্বারা বিভাজ্য।