Headlines

স্পেনিশ ভাষায় আর্টিকেল-এর যেভাবে লিঙ্গান্তর হয়

স্পেনিশ আর্টিকেল

https://youtu.be/49jpaV-GM8M

মজার বিষয় হচ্ছে, স্পেনিশে আর্টিকেলও নাম্বার এবং জেন্ডার (বচন এবং লিঙ্গ) অনুযায়ী পরিবর্তীত হয়। যেমন,

Definite article Indefinite article
el masculine singular un masculine singular
la feminine singular una feminine singular
los masculine plural unos masculine plural
las feminine plural unas feminine plural

তবে স্পেনিশে লিঙ্গ নির্ধারণ বেশ কঠিন। কোনটাকে পুরুষ ধরা হবে আর কোনটাকে মহিলা ধরা হবে তা মূলত নির্ভর করে ব্যক্তির ওপর। তবে এক্ষেত্রে ছন্দের কথা মাথায় রাখা যেতে পারে। যেমন, el casa (the house) না বলে la casa বললে তা বেশি শ্রতিমধুর হয়। la restaurante না বলে el restaurante বললে শুনতে ভালো শুনায়। এটাকে বলে alliteration মাথায় রেখে কথা বলা বা লেখা।

তবে ভাষাগতভবে অনেক শব্দ স্পেনিশে স্বতসিদ্ধ। যেমন–

el hombre the man
el toro the bull
un enfermero a (male) nurse

কিছু স্ত্রীবাচক শব্দ–

la niña the girl
la vaca the cow
una enfermera a (female) nurse

কিছু কমন শব্দ রয়েছে যেগুলো স্ত্রী লিঙ্গ হবে না পুরুষ লিঙ্গ হবে তা বক্তা নির্ধারণ করে দেয় এবং সে অনুযায়ী আর্টিকেল ব্যবহৃত হয়।

el/un médico the/a (male) doctor
la/una médico the/a (female) doctor
el/un belga he/a (male) Belgian
la/una belga the/a (female) Belgian (NB nationalities are not capitalized in Spanish, but nations are.)

স্পেনিশে যেসকল শব্দের শেষে –ista রয়েছে সেগুলো তেমনি ম্যাসকুলাইন বা ফেমিনাইন হতে পারে বক্তার প্রয়োজন অনুযায়ী।

el artista the (male) artist
la artista the (female) artist
el pianista the (male) pianist
la pianista the (female) pianist

একইভাবে স্পেনিশে যেসকল শব্দের শেষে –nte সেগুলো ম্যাসকুলাইন অথবা ফেমিনাইন হতে পারে।

el estudiante the (male) student
la estudiante the (female) student
el presidente the (male) president
la presidente the (female) president

কিছু শব্দ রয়েছে যেগুলো দ্বৈত অর্থ রয়েছে। তাই কী অর্থে শব্দটি ব্যবহার করা হচ্ছে তা বুঝে নিয়ে আর্টিকেল ব্যবহার করতে হবে।

Masculine Feminine
el capital capital (money) la capital capital (city)
un corte a cut una corte a court (royal)
un cura a priest una cura a cure (medical)
el moral the mulberry tree la moral morals
el papa the Pope la papa the potato
un policía a policeman la policía the police (force)
el radio the radius la radio the radio