Headlines

একইভাবে দোল খায় সমুদ্র ।। শাহিদা সুলতানা

Shahida Sultana

 

তোমার কাছে কিছু চাইতে

আমার সময় লাগবে,

কিছু দিতেও,

এক দ্বিধার সাগর পেরিয়ে

আমরা এসেছি,

তুমি আমি দুজনেই।

 

বসুমতীর অজস্র আশীর্বাদপুষ্ট

যাত্রীদের সাথে আমরাও পেরিয়েছি

এতটা বছর,

নির্জনতার বরফ আড়ালে

নিজেকে ঢেকে,

একই গন্তব্যের দিকে।

 

নিরন্তর উপেক্ষায়

জীবনের গান ছুঁড়ে ফেলেছি

মহাসমুদ্রের গহ্বরে

নিমেষে যা নিঃশেষ হয়েছে

পিরানহার ক্ষুধায়,

অভিমানে ফিরিয়েছি

অনিন্দিত সুন্দরের আহ্বান,

পুরানো ভাঁড়ারে রেখেছি তুলে

ইচ্ছের লাটাই।

 

অথচ দেখো, এখনো

একইভাবে দোল খায় ঢেউ

ইনানী সমুদ্র সৈকতে,

ঝিনুকের ডেরায় খুনসুটি করে

জলতরঙ্গ সুর তোলে,

অন্ধকার নেমে এলে ঝিঁঝিঁরা

ঝালা তোলে ইমন রাগিণীতে।

 

এখন রাতভর শিশিরের মায়ায়

শান্ত হয় উত্তপ্ত ব্রক্ষ্মাণ্ড।

সন্ধ্যায় ডুবে যাওয়া সূর্য

পা টিপে বেরিয়ে যায়

সমুদ্রের দরজা ঠেলে

ভোরের লাজুক আলোয়।


শাহিদা সুলতানা   শাহিদা সুলতানা