Headlines

এবার ঠিক ঠিক হারিয়ে যাব

1

দায়িত্ব নিশ্বেঃষিত
জীবন যথেষ্ট যাপিত, যৌবন অসহ্য,
লক্ষ্য দুস্তর; স্বপ্নগুলো নির্লজ্জ, দুর্মর।

এবার ঠিক ঠিক হারিয়ে যাব,

হিমালয়ের কোল ঘেষে
নিভৃত ছোট্ট কোনো পাহাড়ে
এক খণ্ড বরফ হয়ে জমা রব।