এবার ঠিক ঠিক হারিয়ে যাব

follow-upnews
0 0

1

দায়িত্ব নিশ্বেঃষিত
জীবন যথেষ্ট যাপিত, যৌবন অসহ্য,
লক্ষ্য দুস্তর; স্বপ্নগুলো নির্লজ্জ, দুর্মর।

এবার ঠিক ঠিক হারিয়ে যাব,

হিমালয়ের কোল ঘেষে
নিভৃত ছোট্ট কোনো পাহাড়ে
এক খণ্ড বরফ হয়ে জমা রব।

 

Next Post

ধর্মটাকে পাল্টে দিল

১ সেরা উপন্যাসটা কখনো প্রকাশিতই হয়নি, পাণ্ডুলিপি হয়ে হারিয়ে রয়েছে কালের অতলে। ২ তোমরা জানো কি সেরা মানুষগুলো অপ্রস্তুত হয়ে হারিয়ে গেছে অকালে? ৩ এক দস্যু ছিল মহাকালে, মহাকাশে; স্বর্গ হতে পৃথিবীটাকে ছিনিয়ে নিল, নিজের নাম রটিয়ে দিয়ে ধর্মটাকে পাল্টে দিল। দিব্যেন্দু দ্বীপ