Headlines

শুধু জয় বাংলা বলে আগে বাড়ো

 

 

 

 

বিজয় আনন্দ শুধু নয়,

এখনো মুক্তির যুদ্ধ বাকী আছে কিছু।

এখনো আকাশে স্বপ্নরা ভাসে,

সেগুলো বাস্তবায়ন হয়নি বলে।

এখনো হয়নি মানুষ সবাই,

এখনো হয়নি বিচার ওদের,

ওরা পিতার সামনে পুত্রকে হত্যা করেছিল

বর্বর উল্লাসে। ওরা ধর্ষক-খুনি

এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় চারপাশে।  

এখনো হয়নি দুঃখগাঁথা লেখা সব,

এখনো হয়নি ইতিহাসটা সমাপ্ত,

আসো বন্ধু, আবার আমরা মঞ্চ বানাই,

মুক্তির মিছিলে ডাক দিই, আসো সবাই,

মুক্তির সংগ্রাম শেষ হলে, ফুল-পাখিরা মুক্ত হলে

এরপর না হয় বাজবে শুধু বিজয়ের সাঁনাই।

এখনই নয় শুধু আনন্দ, ভাবনা আছে আরো,

আরবী নয়, আরব নয়, হিন্দু-উর্দু-ফারসি নয়,

আসো বন্ধু, শুধু জয় বাংলা বলে আগে বাড়ো।