পালিয়ে বিয়ে করায় প্রকাশ্যে নবদম্পতির মাথা কেটে নেওয়া হয়েছে

follow-upnews
0 0

১৭ বছরের মুয়াফিয়া বিবি এবং ২৬ বছরের সাজ্জাদ হোসেন ১৯ জুন ২০১৪ পালিয়ে বিয়ে করেছিলেন। বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে মেয়ের পরিবার। মেনে নেওয়ার কথা বলে কৌশলে নবদম্পতিকে ডেকে নিয়ে গ্রামবাসীর সামনে শিরশ্ছেদ করে। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় পাঞ্জাবের অন্য এক গ্রামে ফায়াজ আলম নামের এক ব্যাক্তি এক তরুণীকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে।
পাকিস্তানের বেশিরভাগ এলাকায় প্রেম করে বিয়ে করাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। পাকিস্তান জুড়ে প্রতিবছর কয়েক হাজার হত্যার ঘটনা ঘটে এ ধরনের বিবাহ কে কেন্দ্র করে। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের হত্যাকাণ্ডের সাথে নিকটাত্মীয়রা জড়িত থাকে। সাধারণত মহিলারা এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয় বেশি।
মাত্র গত মাসেই পাকিস্তানের সরবচ্চ আদালতের সামনে বাবা, ভাই এবং রাস্তার লোকেরা মিলে ফারাযানা পারভিনকে ইট দিয়ে থেতলে হত্যা করেছিল পরিবারের অমতে বিয়ে করায়।
সূত্র : http://www.cbsnews.com/news/pakistani-couple-hacked-to-death-over-love-marriage/pakistan-honour-killing

Next Post

ইংরেজি শিক্ষা: পার্টস্ অব স্পিচ ♣ সেনটেন্স ♣ টেন্স

  যেকোনো ভাষায় হাজার হাজার শব্দ রয়েছে। প্রত্যেকটি শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহারিক গুরুত্ব রয়েছে। কিছু শব্দ দ্বারা ‘কাজ করা’ বুঝায়, কিছু শব্দ দ্বারা ‘বস্তু সামগ্রী’ বুঝায়, কিছু শব্দ দ্বারা মানুষের নাম বুঝায়, কিছু শব্দ দ্বারা দোষ-গুণ বুঝায় ইত্যাদি। শব্দগুলো সঠিক অবস্থানে রেখে আমরা বাক্য গঠন করি। শব্দের এ অবস্থানভেদ-ই হচ্ছে […]